যশোরের চৌগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন, উপজলোর পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪০) এবং তার নিকট আত্মীয় একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেন (৫৫)।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার পাশাপোল বাজার থেকে নূর ইসলাম আয়ুব হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার পলুয়া গ্রাম মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ট্রাক ফেলে চালক ও সহারীক কপোতাক্ষ নদ পার হয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ দু’টি মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, চৌগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এজে