মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে এনজিও কর্মী মো. শাজাহান আলী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩ জন হাসপাতালে চিকিসাধীন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কের মাইলাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
নিহত ব্যক্তির বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট শাখরাইল গ্রামে। সে ওই গ্রামের লালন মৃধার ছেলে।
নিহত শাজাহান আলী ঘিওর উপজেলায় জাগরণী চক্র ফাউন্ডেশন নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন।
তার মোটরসাইকেলে থাকা সহকর্মী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পূর্ব নোয়াপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৮)। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
অপর মোটরসাকেলের আরোহী ঘিওর উপজেলার মাইলাগি গ্রামের ঝনু মিয়ার ছেলে জুলহাস মিয়া (১৯) ও একই গ্রামের মানিক মিয়ার ছেলে ফিরোজ (২২) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দুই দিক থেকে দু’টি মোটরসাইকেল এসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মোটরসাকেলের ৪জন অরোহী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। এসময় তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানকার কর্মরত চিকিৎসক শাজাহান আলীকে মৃত ঘোষণা করেন। এবং তিন জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন বলে জানান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রতিনিধি/এসএস