শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত ব্যক্তিরা হলেন- ওই এলাকার মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে শাহাজান খাঁন, আরিফ খাঁন, ফিরোজ খাঁ ও মতিয়ার খাঁন এবং একই এলাকার আলাউদ্দিন খাঁন, ছেলে জাহাঙ্গীর খাঁন, আলমগীর খাঁন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক ডা. তানভির জামান প্রতিক।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পরবর্তীতে উভয় পক্ষ জমির সীমানা নির্ধারণ ও মিমাংসা করার জন্য ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে যান। গত ৩/৪ দিন আগে চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করে দেন। এবং তাদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।

এরমধ্যে সোমবার সকালে এক পক্ষ বলাবাড়িয়া বাগান মাঠে জমিতে কৃষি কাজে গেলে অন্য পক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র দা ও হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।


বিজ্ঞাপন


কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর