কিশোরগঞ্জের তাড়াইলে এক ব্যবসায়ীর গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে খান কাশেম নামে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান পরিচালনা করে ৬৮১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, রাতে অভিযানে খান কাশেম নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৬৮১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ী সরকারি কোনো ঠিকাদারও নন, কীভাবে তার কাছে এত বস্তা চাল গেল খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমীন বলেন, উদ্ধারকৃত চাল সরকারি। এগুলো কীভাবে সেখানে গেল তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এইউ