সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে চুরি যাওয়া ১৬ ভরি স্বর্ণালংকার ও ৯০ ভরি রুপা উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে চুরি যাওয়া ১৬ ভরি স্বর্ণালংকার ও ৯০ ভরি রুপা উদ্ধার, গ্রেফতার ১

রংপুরের পীরগঞ্জ পৌরসভার সরকার জুয়েলার্সের চুরি যাওয়া ১৬ ভরি স্বর্ণালংকার ও ৯০ ভরি রুপা উদ্ধারসহ রফিকুল ইসলাম নামে ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

চুরি ঘটনার মূলহোতা রফিকুল ইসলামকে গাজিপুর থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

ওসি সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর গভীর রাতে পীরগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সরকার জুয়েলার্সে দুধর্ষ চুরি সংগঠিত হয়। সরকার জুয়েলার্সের স্বত্বাধিকারী পীরগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

থানা পুলিশ চোরের সন্ধানে নেমে বিভিন্ন স্থানের সিসি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির কাজে ব্যবহৃত পিকআপ, নগদ টাকা, ১৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার, ৯০ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। পরে চুরির ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা দুককা কাদের ওরফে রফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গাজীপুর জেলা হতে গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তারা আন্তঃজেলার চোর চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার রফিকুল ইসলামকে রংপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর