বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১০:৫০ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাগুন্দার মোড়ে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়।  এই ঘটনায় আহত হয় আরও ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তবে নিহত নারীর বয়স আনুমানিক ৫০ হবে ও পুরুষের বয়স ৩০ বছর হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর