সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগড়ে ২ ইটভাটার মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির রামগড় উপজেলার দুট ইটভাটাকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে রামগড় হাজেরা ব্রিক ফিল্ড এবং বলি টিলা এলাকায় নূরজাহান ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ আইনের ব্যত্যয় ঘটানোর অপরাধে ইটভাটার দুই মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর