বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নোয়াখালীর ঈদবাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়

এ এস এম নাসিম
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

রমজানের শুরুর পর থেকে উপস্থিতি কম থাকলেও বর্তমানে নোয়াখালীর ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নারী-পুরুষদের পাশাপাশি শপিংমলগুলোতে শিশুদের উপস্থিতিও রয়েছে। নিজেদের পছন্দের জামা-কাপড়, জুতা নিতে বিভিন্ন দোকানে ভিড় করছেন ক্রেতারা। 

সম্প্রতি জেলা শহর মাইজদীর নোয়াখালী সুপার মার্কেট, বিশাল সেন্টার, বিগ বাজার, হকার্স মার্কেট, চৌমুহনী হক মার্কেট, মোরশেদ আলম কমপ্লেক্সসহ কয়েকটি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। 


বিজ্ঞাপন


নতুন জামা-কাপড় ও জুতার পাশাপাশি কসমেটিকস্ দোকানগুলোতে ভিড় দেখা গেছে নারীদের। 

মাইজদী কৃষ্ণরামপুর এলাকা থেকে নোয়াখালী সুপার মার্কেটে শপিং করতে আসা রাহী জানান, পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা প্রায় শেষ। সামান্য যা কিছু বাকি আছে তা কিনতেই মার্কেটে এসেছি। মোটামুটি স্বল্প দামেই পছন্দের সব কিনতে পেরেছি।

লইয়ার্স কলোনি থেকে আসা সুমি জানান, নোয়াখালীর শপিংমলগুলোতে ঈদ কালেকশন আগের থেকে এখন অনেক ভালো। তাছাড়া নারীরা নিরাপত্তা নিয়েও ভাবতে হয় না। সব মিলিয়ে খুব অনায়াসেই পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করা যায়।

এবারে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে সারারা-গারারা, থ্রিপিস, কাতান, সুতি জামদানি, জটজেট ও জামদানি শাড়ি। ছেলেদের রয়েছে জিন্স প্যান্ট, শার্ট ও পাঞ্জাবি। 


বিজ্ঞাপন


গত দুই বছর করোনার নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠান ও স্টাফ খরচ তুলতে না পারলেও চলতি ঈদ বাজারে তা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি বদিউল আলম জানান, করোনার কারণে আগের দুই বছর খারাপ কাটলেও এবার সব ব্যবসায়ী খুশি। প্রশাসন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। কোনো ব্যবসায়ী যাতে কোনো ক্রেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে সেজন্য তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ঈদকে সামনে রেখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শপিং মলগুলোতে যাতে সবাই নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর