মুচির দোকানের চটিতে বসে নিজের জুতো হাতে নিয়ে পালিশ করলেন নাটোর বনপাড়ার পৌর মেয়র কে.এম. জাকির হোসেন। এমন একটি ভিডিও তিনি সামাজিক মাধ্যেম তার ব্যক্তিগত ফেসবুকে আপলোড দিয়েছেন। এসময় ফেসবুকে অনেকে তার এ কাজের প্রশংসায় ও শুভ কামনা জানিয়েছেন।
বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এক মুচির দোকানে বসে তিনি এ কাজ করেন। এর আগেও তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কষ্ট ভাগাভাগি করতে নিতে এমন কাজ করে আলোচনায় আসেন।
বিজ্ঞাপন
কে.এম. জাকির হোসেন বনপাড়া পৌরসভার মেয়র ও নাটোর জেলা আওয়ামী লীগ সদস্য এবং বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি।
মেয়র কে.এম. জাকির হোসেন ঢাকা মেইলকে বলেন, আমরা সকল মানুষ আল্লাহের সৃষ্টি। আমাদের জাতি, ধর্ম, গোষ্ঠীতে কোনো বিভেদ থাকবে এটা আমরা চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছেন। তিনি নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। আমি প্রধানমন্ত্রীর সেই অনুপ্রেরণায় নিজের কাজগুলো নিজে করতে চেষ্টা করছি। মেয়র হিসেবে জনগণের সেবা করা আমার দায়িত্ব। সে দায়িত্ব পালন করে সাধারণ শ্রেণি পেশার মানুষের কাজ ভাগ করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, এ কাজগুলো করলে সাধারণ খেটে-খাওয়া মানুষের খুব কাছে পৌঁছানো যায়। মানুষের মধ্যে বিভেদ, তফাৎ তা থাকবে না। অসহায়-গরীব মানুষের কষ্টের কিছু অংশ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আমি তাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
প্রতিনিধি/ এজে