শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশি পরিচয়পত্র বহনকারী ৩ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

বাংলাদেশি পরিচয়পত্র বহনকারী ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার শরনার্থী শিবির থেকে বাংলাদেশি পরিচয়পত্র বহনকারী দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। এসময় এক দালালকেও আটক করা হয়।  অভিযানের বিষয় টের পেয়ে পালিয়ে যায় চক্রের ৩ থেকে ৪ জন সদস্য।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন— উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-ডি এর ছৈয়দ আহমেদের স্ত্রী সারা খাতুন (৪৩), একই ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে আবু তাহের (২৩) ও আবু তৈয়ব (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বলেন , কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৩ রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দেয়। এসময় দুইজনের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র র‌্যাবের নিকট প্রদর্শন করে। জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। এরপর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দুটোই জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী তারা। দালাল চক্রের মাধ্যমে নিজেদের নামে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র‍্যাবের এই অফিসার।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর