বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইমরান হোসেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ২৫নং দক্ষিণ রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্যানেলসহ নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মো. ইউসুফ হাওলাদার বলেন, স্কুল পরিচালনায় করার জন্য গত ২২ নভেম্বর বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ২ জন পুরুষ ২ জন মহিলা নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন, মো. মাহাবুবুর রহমান, মো.নিজাম মোল্লা এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য হয়েছেন মো. গোলাম কবির এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন মোসা. মারুফা আক্তার সহ-সভাপতি মোসা. বেবি আক্তার।
নবনির্বাচিত সভাপতি বরগুনা জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইমরান হোসেন বলেন, ঐতিহ্যবাহী ২৫নং দক্ষিণ রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবো।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শে নিজেদের গড়ে তোলার জন্য প্রথমে প্রাথমিক শিক্ষাকে গড়ে তোলার বিকল্প নেই। সততা, নিষ্ঠা ও লক্ষ্য স্থির রেখে যারা আদর্শবান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে, তারাই বড় হবে, দেশকে কিছু দিতে পারবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে