টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে আদনান সোহাগ (১৮) এবং মিন্টু মিয়ার ছেলে মো. সবুজ (২০)। আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে দুইজন ঘুরতে বের হন। কামালপুর এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাড়ে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ মারা যায়। গুরুতর আহত হয় বাইকের অপর আরোহী সবুজ।
দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ঘটনাস্থলে ও আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।