চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকচাপায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার আমিরারাদ ইউনিয়নের ইকবাল হোসেন প্রকাশ বাবলু (৫৫) ও সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজুয়া আকতার (৪)। তারা সম্পর্কে নানা-নাতনি। এছাড়া গুরুতর আহত হয়েছেন ইকবাল হোসেনের মেয়ে সামিরা বেগম (৩০)।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি খান মোহাম্মদ এরফান এ তথ্য জানান। তিনি বলেন, ইকবাল হোসেন নাতনি ও মেয়েকে মোটরসাইকেলে করে সাতকনিয়ায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যান। ট্রাকটি তাদের ওপর উঠে যায়। পিষ্ট হয়ে নানা-নাতনি দুজনই ঘটনাস্থলে মারা যায়। সামিরাকে হাসপাতালে পাঠানো হয়। ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।’
ওসি জানান, ট্রাকের নিচে চাপা পড়া তিনজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইকবাল হোসেন ও তার নাতনি আজুয়াকে মৃত ঘোষণা করেন। আহত সামিরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, সামিরা বেগমের স্বামী দক্ষিণ আফ্রিকা প্রবাসী। এজন্য তিনি প্রায়ই লোহাগাড়ায় বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি পাশের সাতকানিয়া উপজেলায় সামিরার স্বামীর ভিটায় নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ দেখতেই মেয়ে ও নাতনিকে নিয়ে যাচ্ছিলেন ইকবাল হোসেন।