শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে হাফ ম্যারাথন শুক্রবার

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

সিলেটে আগামী শুক্রবার ভোর ৬ টায় 'ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন-২০২৩' অনুষ্ঠিত হবে। সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে ও ইউনিমার্টের প্রধান পৃষ্ঠপোষকতায় এ হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরের মীরের ময়দানের হোটেল ফার্মিস গার্ডেনের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান আয়োজকরা।


বিজ্ঞাপন


তারা জানান, আমরা সব সময় চাই আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে এবং রক্ষা করতে। এজন্য ২০২২ সালে সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথনের মূল থিম ছিলো সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি। এবার সিলেটের মনিপুরী হস্তশিল্পকে আরেকটু সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। মনিপুরী হস্তশিল্প আমাদের সিলেটের একটা ঐতিহ্য যা যথাযথ প্রচার এবং প্রসার না হওয়ার কারণে সেভাবে বিকশিত হচ্ছেনা। ২০২৩ সালের এই হাফ ম্যারাথনের মাধ্যমে আমরা দেশ এবং বিশ্ববাসীর কাছে আপনাদের সহযোগিতায় ঐতিহ্যবাহী মনিপুরী হস্তশিল্পকে তুলে ধরতে চাই। তাই সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন ২০২৩ এর মূল থিম হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী হস্তশিল্প।  

তারা আরও বলেন, এবার ১ হাজার ২০০ জন দৌড়বিদের সমন্বয়ে ২১.১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে ইভেন্টটি আয়োজিত হচ্ছে। ২১.১ কিলোমিটারে ১০ জন নারী ও ১৯০ জন পুরুষ মিলে ২০০ জন অংশ নিচ্ছেন। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৯৫ জন নারী ও ৯০৫ জন পুরুষ মিলে মোট ১০০০ জন দৌড়বিদ অংশ নিচ্ছেন। দৌড়টি নগরের সার্কিট হাউজের সামনে থেকে সকাল ৬ টায় শুরু হয়ে বন্দর বাজার, জিন্দাবাজার, আম্বরখানা, এয়াপোর্ট রোড - বাইশটিলা হয়ে ঘুরে এসে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে শেষ হবে। ইভেন্টে আমাদের নিজস্ব ২১৩ জন ভলান্টিয়ার কাজ করবেন যারা রোড সেফটির পাশাপাশি ফার্স্ট এইড সাপোর্ট প্রদান করবেন। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন