সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধা-৩ আসনের প্রার্থী বিপ্লবকে অনুসন্ধান কমিটির তলব

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধা-৩ আসনের প্রার্থী বিপ্লবকে অনুসন্ধান কমিটির তলব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী সাহারিয়া খাঁন বিপ্লবকে তলব করেছে গাইবান্ধা নির্বাচন অনুসন্ধান কমিটি।

জানা গেছে- ওই প্রার্থী গত ১ ডিসেম্বর রাতে নির্বাচনী এলাকা ধাপেরহাটে প্রায় ৪০০ জন লোকের সমাগম করে সভা ডেকে নির্বাচনী প্রচারণা চালান।


বিজ্ঞাপন


এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়। এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টালে একটি নিউজ প্রকাশিত হয়। এতে করে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ দেলোয়ার হোসেন নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ বিধির বিধান লঙ্ঘনের দায়ে সোমবার (৪ ডিসেম্বর) বিকালে স্ব শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে সাহারিয়া খাঁন বিপ্লবের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়ে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর