মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রজিম আলী নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় তিনি মারা যান।


বিজ্ঞাপন


রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের সূত্রে তিনি সীমান্তবর্তী রোকনপুরের শ্বশুর বাড়িতে থাকতেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে রজিম। এসময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ ব্যাপারে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান ফারুক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর শুনেছেন। তবে তার পরিবার ও অন্য কেউ অভিযোগ করেনি। স্থানীয়ভাবে নিহতের খবর শুনে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর