ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘এমপি সাহেব’ হিসেবে পরিচিত মো. কাজী জাহাঙ্গীরের দাখিল করা মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের সাক্ষরিত তালিকায় গড়মিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়া এলাকার কাজী আব্দুল হান্নান ভূইয়া ও আমেনা বেগম দম্পতির নয় সন্তানের মধ্যে সবার বড় কাজী জাহাঙ্গীর। তার ভাষায়- নির্বাচন তার কাছে একটি নেশা। তবে বর্তমান রাজৈতিক দলগুলোর কর্মকাণ্ড ভালো লাগে না বলে তিনি কোনো দলে যোগ দেন না। তাই টানা পাঁচটি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে প্রতিবারই কাগজপত্রে ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
তবে ভোটে অংশ নিতে না পারলেও জাঙ্গীরকে ভালোবেসে অনেকেই ‘এমপি সাহেব’ বলে সম্বোধন করেন। প্রতিবারই সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আশায় নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেন।
পঞ্চমবারের মতো মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে কাজী জাহাঙ্গীর বলেন, এক শতাংশ ভোটার তালিকায় গড়মিলের কারণে আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে আমি রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব।
তিনি আরও বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বাড়ি বাড়ি ঘুরে হাজার হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা সম্ভব না। তাই লোক মারফত প্রার্থীর সমর্থনে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। তবে আমি চাই এই এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা প্রদানের আইনটি বাতিল করা হোক। তাহলেই আমরা স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়তে পারব এবং ভোটে জিতে জনগণের জন্য ভালো কিছু করতে পারব।
বিজ্ঞাপন
টিবি

