বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাকের ধাক্কায় ট্রলি থেকে ছিটকে পড়ে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় ট্রলি থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় জসিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার মহিশালবাড়ি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালককে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জসিম উদ্দিন গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয়রা জানান, এলাকার বাজারে ধান বিক্রির জন্য বাসা থেকে বের হন জসিম। ট্রলিতে ধান নিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন বৃদ্ধ জসিম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আব্দুল মতিন বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন