বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিটু কুমার দে (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রোসাংগিরি দেব বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বিষয়টি জানিয়েছেন।

মিটু কুমার দে একই এলাকার নির্মল কুমার দের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মিটুর ভাই বাড়ির পাশে মাছ চাষ করেন। রাতের আঁধারে মাছ চুরি হওয়ায় তিনি সেখানে বিদ্যুতের সংযোগ দেন। রাতে মিটু কুমার দে পুকুরে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরকে/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন