মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুরে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ এএম

শেয়ার করুন:

শেরপুরে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর জেলা শহরের রাজাবাড়িতে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের অন্তত ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে মরহুম এডভোকেট ফরহাদের বাসা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৫ পরিবারের নগদ টাকা, অলঙ্কারসহ অন্তত ত্রিশ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরনে ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দুই গ্রামের মানুষ পেল সড়ক, সমাজিক উদ্যোগে মাটি ভরাট

এ ঘটনার পরপরই জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যাবে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর