সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

বরিশালে ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশালের তিন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে নির্বাচন কমিশনে।

শুক্রবার (১ ডিসেম্বর) দাখিল হওয়া এসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বরিশাল-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে।


বিজ্ঞাপন


এছাড়া বাকি দুই প্রার্থী হলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু এবং একই আসনের নৌকার মনোনয়ন পাওয়া সরদার খালেদ হোসেন স্বপন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার হারুন অর রশিদ জানান, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ব্যাপক লোকসমাগম করে শোডাউন এবং ঢোলবাদ্য বাজিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ও সরদার খালেদ হোসেন স্বপন। তাই দায়িত্বরত বিচারিক ম্যাজিস্ট্রেট জাতীয় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামিমের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সচেতন নাগরিক নামে তিন ব্যক্তি।

অভিযোগকারী কারা তা স্পস্ট করে জানা না গেলেও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীর পক্ষ থেকে কোনো ধরণের দান সামগ্রী কিংবা সহায়তা বিতরণ নিষিদ্ধ। কিন্তু নিয়ম অমান্য করে জাহিদ ফারুক শামিম দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর