এখনো প্রতীক বরাদ্দ হয়নি। শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের মাঠের পরিবেশ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর পক্ষে কাজ করায় মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলামের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে মারধর করে রক্তাক্ত করা হয়। স্থানীয় মানুষ ছুটে আসায় মফিজুল ইসলাম প্রাণে রক্ষা পান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে কেরখাল ইউনিয়নের ডুমরিয়া ব্রিজ পার হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম ওই সময় উপস্থিত ছিলেন। পরে তিনি বাড়ি ফেরার পথে কেরনখাল ইউনিয়নের ডুমরিয়া ব্রিজ পার হওয়ার সময় শাহজাহানের নেতৃত্বে আরও ৪/৫ জন মফিজুল ইসলামের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় তাকে হকিস্টিক দিয়ে আঘাত এবং পিস্তল ঠেকিয়ে গুলির চেষ্টা করা হয়। তবে স্থানীয়রা ছুটে আসায় হামলাকারীরা চলে যায়।
এর আগে ৭ নভেম্বর চান্দিনার মহিচাইলে আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে ওই এলাকার সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল মোবাইলফোনে আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান বলেন, আওয়ামী লীগ নেতার ওপর হামলার বিষয়ে কেউ আমাকে জানায়নি। এছাড়া অন্যান্য অভিযোগের বিষয়েও আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। পেলে ব্যবস্থা নেব।
প্রতিনিধি/জেবি
বিজ্ঞাপন

