সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

বরগুনায় মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে মারিয়াম (১২) নামে এক মাদরাসা ছাত্রী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠিয়েছে।


বিজ্ঞাপন


মারিয়ম ওই গ্রামের আব্দুল আজিজ মোল্লার মেয়ে এবং সে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মারিয়ামের মা নাজমা বেগম জানান, বৃহস্পতিবার রাতে ভাত খেয়ে ঘরের দোতালায় ঘুমাতে যান মারিয়াম। সকালে কোনো সারা শব্দ না পেয়ে মারিয়ামের রুমে গিয়ে দেখি গলায় রশি প্যাচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। তখন ডাক চিৎকার দিলে বাড়ির সবাই ছুটে আসে এবং খবর পেয়ে আমতলী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ জানান, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর