সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে শাহজাহান ওমরের কুশপুত্তলিকা দাহ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ব্যারিস্টার শাহজাহান ওমরের কুশপুত্তলিকা দাহ

ঝালকাঠি-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে আমতলা সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিনের নেতৃত্বে কুশপুত্তলিকা দাহ করা হয়।


বিজ্ঞাপন


কুশপুত্তলিকা দাহ করার বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর দলের সঙ্গে রাজপথে আন্দোলনে দলের নেতাকর্মীদের ঝরানো রক্তের সঙ্গে বেইমানি করেছেন। নেতাকর্মীদের ঘৃণার বহিঃপ্রকাশ তার কুশপুত্তলিকা দাহ। তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপি তাকে ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি নৌকায় না উঠে বেইমানি করে স্বতন্ত্র প্রার্থী হলে হয়তো কিছুটা কম ঘৃণিত হতো। নির্বাচনে যাওয়ায় তার আম ছালা দুটোই যাবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর