সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে মোকতাদির চৌধুরীর মতবিনিময়

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে মোকতাদির চৌধুরীর মত বিনিময়

৪০ ভাগ ভোট পড়লেই যথেষ্ট বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এর স্বপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, অস্বীকার করার জো নেই বিএনপির ৩৩ ভাগ ভোট আছে। কিছু নির্বাচনমুখী বাদ দিলে তাদের ভোট ৩০ ভাগ। বাকি ৭০ ভাগের ৪০ ভাগ ভোটার এলেই যথেষ্ট। উন্নত দেশগুলোতেও এর চেয়ে বেশি ভোট পড়ে না।


বিজ্ঞাপন


শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোকতাদির চৌধুরী এ কথা বলেন।

ভোটের এ হিসেবটিকে তিনি আওয়ামী লীগের মতো হিসেবে উল্লেখ করেন। এসময় তিনি ভোটে কোনো ধরণের জবরদস্তি হলে সেটাও যেন সাংবাদিকরা খেয়াল করেন ও তুলে ধরেন সেই আহবান জানান।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুবল বারী চৌধুরী মন্টু এসময় বক্তব্য দেন।

এসময় মোকতাদির চৌধুরী আরও বলেন, যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে সেটা আপনারা জানেন। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় ভোট হচ্ছে। কে আসলো কে না আসলো এটা গুরুত্বপূর্ণ না। কাউকে আদর যত্ন করে, পিঠ চাপড়ে আনার দরকার নেই। তবে আমি মনে করি সবার আসা উচিত। আসার ব্যাপারে সিদ্ধান্ত তাদের নিজেদেরকে নিতে হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর