বরগুনার পাথরঘাটায় ধান ক্ষেতের মধ্যে মাছের ঘের থেকে মো. দুলাল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাথরঘাটা থানা পুলিশ উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় সেলিম পহলানের মাছের ঘের থেকে উদ্ধার করে।
বিজ্ঞাপন
পাথরঘাটা থানার (ওসি তদন্ত) সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুলাল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
দুলালের মা কহিনুর বেগম ও বোন হাফিজা বলেন, দুলালের খুবই সহজ সরল। জমি নিয়ে বিরোধের জেরে চাচা সেলিম, ছালেক ও ইউনুস খুন করেছে। আমরা চাই এর বিচার চাই।
দুলালের চাচা সেলিম মিয়া বলেন, আমাদের সঙ্গে কোনো জমি নিয়ে বিরোধ নেই এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বাড়ির মধেই দুলাল বাড়ি ঘর করেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দুলালের বোন জামাই বাবুলকে চার লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছ এ নিয়ে দুলাল খুব টেনশনে ছিল এবং সে অসুস্থ ছিল।
ঘেরের মালিক সেলিম পহলান বলেন, আমার ঘেরের চার পাশে পরিস্কার করার জন্য চুক্তিতে কাজ দেই দুলালের চাচা ছালেককে। তিনি নাকি ওই কাজে দুলালকে নিয়েছে।
পাথরঘাটা থানার (ওসি তদন্ত) সাইফুজ্জামান বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুলালের বোন হাফিজা ও মা কহিনুর বেগমের অভিযোগ চাচা সেলিম, ছালেক ও ইউনুসের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তারাই দুলালকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে। তবে আমরা তদন্ত করে দেখছি।
প্রতিনিধি/এসএস

