সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে হতাশ বিএনপি নেতাকর্মীরা, বন্ধ দলীয় কার্যালয়

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে হতাশ বিএনপি নেতাকর্মীরা, বন্ধ দলীয় কার্যালয়

কর্মসূচির পর কর্মসূচি ডাকা হলেও মাঠে নেই লালমনিরহাট জেলা বিএনপি। এমনকি সকাল-সন্ধ্যা বন্ধ থাকছে তাদের দলীয় কার্যালয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে থাকা দলটির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছে বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে চরম হতাশায় ভুগছেন তারা।

তবে বিপরীত চিত্র আওয়ামী লীগের। নির্বাচনী ডামাডোলের আমেজ বিরাজ করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয় বন্ধ থাকছে। যদিও জেলা শহরের বিডিআর রোডে অবস্থিত জেলা কার্যালয় এবং মিশন মোড়স্থ অস্থায়ী কার্যালয় দু’টিতে আগুন দিয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারপর থেকেই বন্ধ রয়েছে কার্যালয় দুটি।

তবে হরতালের সমর্থনে জেলার কোথাও কোনো মিছিলও বের হতে দেখা যাচ্ছে না। যদিও হঠাৎ দু’এক স্থানে হাতেগোনা কয়েকজন কর্মী মিলে হরতাল-অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে আবার আত্মগোপনে চলে যাচ্ছে তারা। তাও এসব ঝটিকা মিছিল করা হচ্ছে সাত সকালে (সকাল ৬টা থেকে ৮টার মধ্যে)। এসব মিছিলে থাকছেন না পদধারী কোনো নেতা। হাতীবান্ধা উপজেলার ঘুন্টি, দইখাওয়া এলাকা এবং সদর উপজেলার বড়বাড়ি এলাকায় এসব ঝটিকা মিছিল হয়।

এদিকে হরতালে জেলার অভ্যন্তরীণ ও রংপুর রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ ঢাকার সঙ্গে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি খোলা রয়েছে জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান।

বাস কাউন্টারের টিকেট বিক্রেতা রন্জু বলেন, লালমনিরহাট-রংপুর রুটসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাসে যাত্রী সংকট আছে।


বিজ্ঞাপন


এসআর ট্রাভেলসের ম্যানেজার নাহিদ হোসেন জানান, কোনো ঢাকাগামী বাস চলছে আবার কোনো কোনো প্রতিষ্ঠান তাদের গাড়ি চালানো বন্ধ রেখেছেন। তবে যাত্রী সংকট রয়েছে।

lalmonirhat

অপরদিকে আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলো নিয়মিত চলাচল করছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দলীয় একাধিক নেতাকর্মীর দাবি, একদিকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার আতঙ্ক অন্যদিকে কর্মসূচি না পালন করে মাঠে না থাকার কারণে দল থেকে বহিষ্কারের শঙ্কায় পড়েছেন তারা। কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা হলেও তা পালনের জন্য আগ্রহ হারিয়েছে অনেক নেতাকর্মী। পৌর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার পতনের একদফা আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছিল তা আপাতত সফল হওয়ার সম্ভবনা দেখছে না স্থানীয় বিএনপি। নির্বাচন প্রতিহত করার যে আন্দোলন তাতেও আপাতত আশার আলো দেখছেন না তারা। ফলে হতাশা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে।

আরও পড়ুন: শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করল ঝালকাঠি জেলা বিএনপি

জেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদলের একাধিক নেতা বলছেন, গত ২৮ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের দিন সদর উপজেলার মহেন্দ্রনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিহত হয়। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ জেলার গুরুত্বপূর্ণ নেতাদের নামে হত্যা মামলা হলে অধিকাংশ নেতারা আত্মগোপনে চলে যান। তারপর থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে বিপাকে পড়তে হয়।

তবে জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক নেতাকর্মীদের হতাশার বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি লালমনিরহাট বিএনপি সারা দেশের অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি সংগঠিত অনেক বেশি শক্তিশালী। এখনও যদি কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া তা পালনের জন্য প্রস্তুত আছে তাদের নেতাকর্মীরা।

তিনি বলেন, যে মামলা-হামলা দিয়ে বিএনপির আন্দোলনকে প্রতিহত করা হচ্ছে তা আদতে সফল হবে না। মামলায় টপ টু বটম সব নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, শুধু তাই নয় মামলায় কয়েক’শ অজ্ঞাত আসামি করা হয়েছে যাতে প্রশাসন যন্ত্রের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের জেলে দেওয়া যায়। এরপরেও তৃণমূলের নেতাকর্মীরা মুখিয়ে আছে আন্দোলন করার জন্য।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর