ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আবারও আলোচনায় শ্বশুর-জামাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাই প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি থেকে। শ্বশুর প্রার্থী হয়েছেন স্বতন্ত্র হিসেবে। দু’জনই বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন।
শ্বশুর জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য, যিনি রওশনপন্থী হিসেবে পরিচিত। তাঁর মেয়ে জামাই রেজাউল ইসলাম ভূঁইয়া জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব। রেজাউল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকেও প্রার্থী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে রেজাউল ইসলাম বাদে আব্দুল হামিদ ভাসানীও জাতীয় পার্টির প্রার্থী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নাটোর চারটি আসনে নৌকার বিপক্ষে চাচা-ভাতিজাসহ ৪৩ প্রার্থী
এদিকে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মো. মঈন উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার আশুগঞ্জে সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন, মো. শাহ জাহান আলম। সদ্য হওয়া উপ-নির্বাচনে তিনি জয়লাভ করেন। ওই আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে মইনুল ইসলাম তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন। আব্দুস সাত্তার নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরে আওয়ামী লীগের ‘সমর্থন’ নিয়ে জয়লাভ করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ১১ জন প্রার্থী। অন্য প্রার্থীরা হলেন, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ইসলামী ঐক্যজোটের মো. আবুল হাসনাত, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. রাজ্জাক হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুছ। জাকের পার্টির জহিরুল ইসলাম বুধবার ও বাকিরা বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন।