সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার ৪ আসনের জন্য মনোনয়ন জমা দিলেন ৪৬ প্রার্থী

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার ৪ আসনের জন্য মনোনয়ন জমা দিলেন ৪৬ প্রার্থী

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ সময় ছিল আজ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা ৪টি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন দলের ৪৬ জন প্রার্থী।


বিজ্ঞাপন


আজ বেলা ১১টার সময় কুষ্টিয়া জেলার রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে নিজের  মনোনয়নপত্র জমা দেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পিটিআই রোডের নিজ কার্যালয় থেকে পায়ে হেটে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন।

একই সময় তার সঙ্গে মনোনয়ন পত্র দাখিল করেন কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

এর কিছুক্ষণ পরই কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ আব্দুর রউফ। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য।


বিজ্ঞাপন


এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা জাসদের সভাপতি ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মহসিন।

বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন পত্র জমা দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা। তিনি দলীয় নেতাকর্মীও এক বিশাল বহর নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বারের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন।

এর কিছুক্ষণ পর একই আসনের আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র দাখিল করেন।

বেলা দুইটার দিকে কুষ্টিয়া-২(মিরপুর ভেরামার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। এসময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের প্রায় সকল নেতারা উপস্থিত ছিলেন।

এই আসন থেকে গত রোববার মনোনয়ন দাখিল করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এই আসন থেকে সর্বমোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুষ্টিয়া জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানিয়েছেন, জেলার চারটি সংসদীয় আসনের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ১৩ জন। কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসন থেকে ১৩ জন। কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে ১০ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর