সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আ.লীগের ৫ বিদ্রোহী প্রার্থী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আ.লীগের ৫ বিদ্রোহী প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের মনোননয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলেও নেতারা বলছেন এতে দলীয় কার্যক্রমে বিশৃঙ্খলা হবে না।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এবং সদ্য পদত্যাগী শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


pic

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস এবং জেলা আওয়ামী লীগের সদস্য খুরশিদ আলম বাচ্চু।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী।

স্বতন্ত্র প্রার্থীরা বলছেন- এবার কেন্দ্র থেকেই উৎসবমুখর নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে। এ জন্যই তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রার্থীর সংখ্যা বেশি থাকায় নির্বাচন উৎসবমূলক হবে বলেও আশাবাদ তাদের।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর