লালমনিরহাটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে হেভিওয়েট প্রার্থীসহ অধিকাংশ প্রার্থীই বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে জেলার তিনটি আসনে মোট ২২ জন প্রার্থী এদিন মনোনয়ন জমা দেন। এর মধ্যে লালমনিরহাট-১ আসনে ৮ জন, লালমনিরহাট-২ আসনে ৬ জন এবং লালমনিরহাট-৩ আসনে ৮ জন মনোনয়ন জমা দেন।
বিজ্ঞাপন
এর মধ্যে হেভিওয়েট প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ লালমনিরহাট-২ আসনে নিজ উপজেলায় তার মনোনয়ন জমা দেন।
এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাসদ (ইনু) ২ জন, জাকের পার্টির ৩ জন, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ২ জন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ মুসলিম লীগ, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়ন জমা দেন।
শেষ দিন পর্যন্ত লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের জন্য মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
প্রতিনিধি/এসএস

