সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরসিংদীতে আনন্দমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিলেন প্রার্থীরা

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে আনন্দমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিলেন প্রার্থীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীতে আওয়ামী লীগসহ বিভিন্ন প্রার্থীরা আনন্দমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার রির্টানিং অফিসার জেলা প্রশাসক ড.বদিউল আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন নরসিংদী- ১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।


বিজ্ঞাপন


নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বী খান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এছাড়াও নরসিংদীর মনোহরদীতে মনোনয়ন ফরম জমা দেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার গোতাশিয়ার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করেন শিল্পমন্ত্রী।

পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল সহ শিল্পমন্ত্রীকে নিয়ে মনোহরদী উপজেলা পরিষদে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য আসেন।


বিজ্ঞাপন


পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার রেজাউল করিমের কাছে মনোনয়ন ফরম জমা দেন শিল্পমন্ত্রী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর