সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে বিভিন্ন আসনে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ।


বিজ্ঞাপন


তাই সকাল থেকেই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলার নির্বাচন কমিশনারের কাছে তাদের মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-৪ আসনের বর্তমান সাংসদ এবং আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত রেজওয়ান আহম্মদ তৌফিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ১৯৭০ সাল থেকে হাওরের মানুষ নৌকা প্রতিকে ভোট দিয়ে আসছে। এবারও তারা তাদের পছন্দের প্রতীকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এসময় তিনি আরও বলেন, হাওরের ব্যাপক উন্নয়ন হয়েছেন, এবার পাশ করার পর লক্ষ্য স্মার্ট হাওর গড়ে তোলা যেখানে হাওরেরর মানুষ শহরের মতো করে সকল সুযোগ সুবিধা ভোগ করবে।


বিজ্ঞাপন


এছাড়া কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ সাফায়েতুল ইসলামের পক্ষে তার ছেলে সৈয়দ নাফিস ইসলাম রাইয়ান, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রাপ্ত মো. আব্দুল হাই এবং কিশোরগঞ্জ-৩ আসন থেকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর পক্ষে তার একজন প্রতিনিধি তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা. আব্দুল হাই বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে আমি পাশ করব। যদি আমি পাশ করতে পারি তবে কিশোরগঞ্জ-হোসেনপুর উন্নয়নের পাশাপাশি আমি যেহেতু একজন ডাক্তার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জ কোনো হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল নেই। এটি হবে আমার প্রথম কাজ।

এর আগে বুধবার দুপুরে কিশোরগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপি মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এ পর্যন্ত ৪৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর