আওয়ামী লীগের মনোনীত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নয়ন তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, আওয়ামী লীগ নেতা, অ্যাডভোকেট জসিম উদ্দিন, রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, যুবলীগ নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, ইবনে জিসাদ আল নাহিয়ান, আশরাফুল আলমসহ প্রমুখ।
উল্লেখ্য, অ্যাডভোকট নূরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের বর্তমান সংসদ সদস্য।
প্রতিনিধি/এসএস

