সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালের ছয়টি আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

বরিশালের ছয়টি আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত রিটার্নিং অফিসারের দফতর থেকে এই তথ্য জানা গেছে।

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বরিশাল-৫ আসন থেকে সদ্য সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।


বিজ্ঞাপন


এছাড়া বরিশাল-৫ এবং বরিশাল-২ আসন থেকে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল-২ এবং বরিশাল-৩ আসন থেকে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, বরিশাল-২ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী তাপস। এসময় অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল উপস্থিত ছিলেন। এরপর বরিশাল-২ ও বরিশাল-৩ আসেনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেননের পক্ষে বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলু ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ টিপু সুলতান মনোনয়নপত্র জমা দেন। এরপর বরিশাল-২ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়নপত্র জমা দেন।

বেলা ১২টার দিকে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পক্ষে নেতারা মনোনয়ন জমা দেন। এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্ট, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হাসান লিটু, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুদ্দিন বীর বিক্রম, আওয়ামী লীগ নেতা এস এম জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর