সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মোস্তফা আল মাহমুদ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০২:২২ পিএম

শেয়ার করুন:

সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মোস্তফা আল মাহমুদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের ব্যাপারে জাতীয় পার্টির আস্থাহীনতা ছিল। পরবর্তীতে সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মহল থেকে নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে এমন প্রতিশ্রুতি পেয়ে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। জাতীয় পার্টি আশা করে সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের যদি স্বদিচ্ছা না থাকে তাহলে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারবে না। আমি মনে করি সেই স্বদিচ্ছা সরকারের রয়েছে। বাংলাশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট ও বৈশ্বিক পরিস্থিতিতে সরকার অবশ্যই সিদ্ধান্ত নিতে যাচ্ছে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতিকে ও বিশ্ববাসীকে দেখিয়ে দিতে।


বিজ্ঞাপন


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ২ আসন ইসলামপুর থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয় ফরম জমা দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলল ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর