সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম

শেয়ার করুন:

মাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল

বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বকুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাকে সঙ্গে নিয়ে নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার এর কাছে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।


বিজ্ঞাপন


এসময় শহিদুল ইসলাম বকুল বলেন, জননেত্রী শেখ হাসিনা লালপুর-বাগাতিপাড়া মানুষের উন্নয়ন এবং সেবা করতে আবার আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আজ মনোনয়পত্র জমা প্রদান করলাম। প্রধানমন্ত্রীর নের্তৃত্বে ৪১ সালে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করবো। আগামী দিনে শেখ হাসিনার নের্তৃত্বে আমরা সরকার গঠন করবো। সকল দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকা বিজয়ী হবে। লালপুর-বাগাতিপাড়া মানুষ নৌকায় ভোট দিতে অধীর আগ্রহে বসে রয়েছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন— নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাবসহ তার স্ত্রী এবং সন্তান সঙ্গে ছিলেন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর