দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র দলের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
বিজ্ঞাপন
মনোনয়ন দাখিল শেষে আমির হোসেন আমু বলেন, আমরাও চাই দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ যাতে সতস্ফুর্ত ভাবে যার যার ভোট যাকে খুশি তাকে দিবে এটাই আমরা চাই।
বিজ্ঞাপন
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মন্নান রসূল উপস্থিত ছিলেন।
পরে জাকের পার্টির মনোনীত প্রার্থী জেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ রির্টানিং কর্মকর্তা কাছে তার দলীয় মনোনয়নপত্র জমা দেন।
টিবি

