সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০১:২১ পিএম

শেয়ার করুন:

মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র দলের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।


বিজ্ঞাপন


মনোনয়ন দাখিল শেষে আমির হোসেন আমু বলেন, আমরাও চাই দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ যাতে সতস্ফুর্ত ভাবে যার যার ভোট যাকে খুশি তাকে দিবে এটাই আমরা চাই।

 আরও পড়ুন 


বিজ্ঞাপন


এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মন্নান রসূল উপস্থিত ছিলেন।

পরে জাকের পার্টির মনোনীত প্রার্থী জেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ রির্টানিং কর্মকর্তা কাছে তার দলীয় মনোনয়নপত্র জমা দেন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর