সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এমপি হওয়ার দৌড়ে কণ্ঠশিল্পী নকুল কুমার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

এমপি হওয়ার দৌঁড়ে কণ্ঠশিল্পী নুকুল কুমার

সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন।


বিজ্ঞাপন


গত সোমবার সকালে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।

একই দিন জাকের পার্টির মো. স্বপন মৃধা (মাহামুদ), ওয়ার্কার্স পার্টির জহিরুল ইসলাম টুটুল এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই দিন এই আসনে রাজনৈতিক দল তৃণমূল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর