জামালপুরের বকশীগঞ্জে কাজ করার সময় ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শ্রমিক শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ী এলাকার গোলজার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জের আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের নবনির্মিত ভবনের দোতলায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে রাখা রডের উপর পড়ে যায় নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম । এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বলেন, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে