রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১১:৫১ এএম

শেয়ার করুন:

পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এডভোকেট মতিয়ার রহমান।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত একটি আবেদন করেন তিনি। সোবমারই তাঁর এ পদত্যাগপত্র গ্রহণ করে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


এরপর ওই দিনই জেলা পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে চিঠি দেয় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মতিয়ার রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তাঁর স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র ২৭/১১/২০২৩ খ্রি: তারিখে সরকার কর্তৃক গৃহীত হয়েছে।

উক্ত পদটি সরকার শূন্য ঘোষণা করেন। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ (২০২২ সাল পর্যন্ত সংশোধিত) এর ১৩(২) ধারার বিধানমতে লালমনিরহাট জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল ক্রমিক (১) জনাব মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সদস্য, ওয়ার্ড নং-৫ কে আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে অর্পণ করা হল।

এ চিঠি আসার পর আজ মঙ্গলবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে তাহমিদুল ইসলাম বিপ্লবকে দায়িত্বভার হস্তান্তর করেন এডভেকেট মতিয়ার রহমান।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দায়িত্ব হস্তান্তরের সময় থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাহমিদুল ইসলাম বিপ্লব ক্ষমতাপ্রাপ্ত হবেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর