মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গচিয়াহাটায় কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জে একটি ট্রেনের ইঞ্জিন ও মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিয়াহাটা রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ এবং চট্টগ্রামের সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


বিজ্ঞাপন


কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. আমিনুল হক জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গচিয়াহাটা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর আউটার এলাকায় ইঞ্জিন এবং মালবোঝাই একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর