সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঢাকা থেকে গ্রামের বা‌ড়ি‌তে এ‌সে গোসল কর‌তে গি‌য়ে ফয়সাল হো‌সেন (৮) না‌মের এক মাদরাসা ছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৪ নভেম্বর)  দুপুর একটার দিকে ভাণ্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর খালে গোসল করতে গেলে পা‌নিতে ডুবে তার মর্মান্তিক মৃত‌্যু হয়।


বিজ্ঞাপন


নিহত ফয়সাল ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে। সে ঢাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া কর‌তো।

ফয়সালের চাচা মিজান হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ফয়সাল বাড়ি‌তে আসে। দুপুর ১টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে গেলে অসাবধানতা বসত পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্ট করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। পরে ফায়ার সা‌র্ভিসের লোকজন ফয়সালকে উদ্ধার করে দ্রুত ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়ায় স্বাস্থ‌্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর