মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা
নিহত আওয়ামী লীগ কর্মী শামীম ।

ঝিনাইদহে শামীম নামে এক আওয়ামী লীগ কর্মী ও সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে বাড়ির সামনে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


নিহত শামীম ঝিনাইদহের হরিণাকুন্ডুর শুড়া গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে ।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জামিনুর রেজা জানান, গুলি বুকের বাম পাশে লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথেই সে মারা যায়।

হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ারদার জানান, সে আওয়ামী লীগ করত। তবে কোনো পদে আছে কিনা এ মুহূর্তে বলা যাচ্ছে না ।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহবুবুর রহমান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এখনও এ ঘটনায় কোনো আটক নেই। কোনো মামলাও হয়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর