মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে বিএনপির ২৫ ও জামায়াতের ২ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে বিএনপির ২৫ ও জামায়াতের ২ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২৫ ও জামায়াতে ইসলামীর দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা বোরহান উদ্দিনও রয়েছেন। তিনি জেলা জামায়াতের বর্তমান জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

পুলিশ জানায়, দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সহিংসতা করে আসছে। গত কয়েকদিনে দলগুলোর হরতাল-অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা চালায়। নাশকতাকারীদের গ্রেফতারের জন্য জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতা সৃষ্টি ও নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের এক নেতাসহ ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন সময় সহিংসতা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর