শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ঢাকা

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম

শেয়ার করুন:

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও একজন। এ ঘটনায় ঘরের চালাও উড়ে যায় বলে জানান স্থানীয়রা।

সোমবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


লালমোহন থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদল মোল্লা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মনির বয়াতি একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

এএসআই বাদল মোল্লা জানান, গতকাল রাত ১১ টার দিকে পুলিশ বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জব্বারুল ইসলামকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জব্বারুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বোমা বিস্ফোরিত ঘরের টিন দুমড়েমুচড়ে গেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে স্কচটেপ ও বেশ কয়েকটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে পুলিশ এ ঘটনায় মামলা করবে।


বিজ্ঞাপন


লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, বিএনপি ঘোষিত ধর্মঘটে নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

টিবি  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর