শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের গুঁড়িভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহসিন আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের সাদা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহাসিন আলী আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের চকহারদি গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার রাতে মহসিন ভ্যান নিয়ে সাদা ব্রিজের নিকটে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী কাঠের গুঁড়িবোঝাই এক ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মহসিন।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঘাতক ট্রাকের চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর