রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ঢাকা

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের মূলহোতা গ্রেফতার

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার হ্যাকার-প্রতারক চক্রের মূলহোতা আপেল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আপেল মিয়া উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিচাগাড়ী গ্রামের মৃত সাইফুলের ছেলে। 


বিজ্ঞাপন


জানা যায়, আপেল মিয়া একটি সিন্ডিকেট চক্র গড়ে তুলে দীর্ঘদিন মোবাইল অ্যাপসের মাধ্যমে বিকাশ, নগদের এ্যাকাউন্ট হ্যাক করে দেশের বিভিন্ন স্থানের মানুষের সরকারি থেকে দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট থেকে লাখ-লাখ হাতিয়ে আসছিল। 

এই অভিযোগে রোববার (১৯ নভেম্বর) বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিচাগাড়ী গ্রামের চিহ্নিত হ্যাকার সাহিদুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় হ্যাকার আপেল মিয়াকে গ্রেফতারসহ ৪টি মোবাইল জব্দ করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, গ্রেফতারকৃত আপেলকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর