ফেনী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দাউদুল ইসলাম মিনার ও পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ ওরপে মেট স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২০ নভেম্বর) দুপুরের সময় ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে মিনার ও স্বপনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী বলেন, গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারকৃত দুই যুবককে আদালতের সোপর্দের প্রস্তুতি চলছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, সরকার একতরফা নির্বাচন করতে দেশজুড়ে গণ গ্রেফতার শুরু হয়েছে। গ্রেফতার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগ তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আমি সকল রাজনৈতিক নেতার গ্রেফতারের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তি দাবি করছি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে