মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে দুইটারদিকে শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মেহরিমা। সে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের মেয়ে। উপজেলা সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামে খালাবাড়ি বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুদের সাথে সে খেলা করছিল। বেলা পৌনে দুইটার দিকে শিশুকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি করতে শুরু করেন। বিকেল পৌনে তিনটার দিকে বাড়ির অদূরে পুকুরের পানিতে শিশুদের ভাসতে দেখেন এলাকাবাসী। স্থানীয় ব্যক্তিরা শিশুকে পানি থেকে ডাঙ্গায় ওঠানোর আগেই মৃত্যু ঘটে।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউল ইসলাম বলেন, ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ব্যাপারে কারও কোনো ধরনের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে